Monday, June 4, 2012

নির্যাতনের পর শ্বাসরোধে এক গৃহবধূকে হত্যা


রাজশাহী নগরীর ভত্রা এলাকায় নির্যাতনের পর শ্বাসরোধে এক গৃহবধূকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত ওই গৃহবধূর নাম ফেন্সি খাতুন (২৩)। তার পিতার বাড়ি নওগাঁর নিয়মিতপুর এলাকায়। এই ঘটনার পর থেকেই ফেন্সির স্বামী চারঘাটের ইউসুফপুর এলাকার মানিক পলাতক রয়েছে। পুলিশ ফেন্সির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ মর্গে পাঠিয়েছে। নগরীর বোয়ালিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক জানান, আজ সকাল ১০টার দিকে ওই গৃহবধূর লাশ তার শয়নকক্ষের খাটের ওপর পড়ে থাকা অবস্থায় উদ্ধার করা হয়। এর আগে রাতেই তার স্বামী নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যা করে আত্মহত্যা বলে প্রচারের চেষ্টা করে। তবে এরই মধ্যে তার ভাই এসে হাজির হওয়ায় করতে ব্যর্থ হয় নিহতের স্বামী মানিক।by Kalerkantho.com

No comments: