হাইকোর্টের আদেশে ৩৩তম বিসিএসে অংশ নিতে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) জারি করা বিজ্ঞাপনটির কার্যকারিতা তিন সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। একইসঙ্গে অনলাইনে আবেদন করতে জারি করা ওই বিজ্ঞাপনটি কেন বেআইনি হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।গত ২৯ ফেব্রুয়ারি জারি করা পিএসসির বিজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে অংশগ্রহণ বঞ্চিত ২
০ পরীক্ষার্থী রোববার রিটটি করেন। সোমবার এ আবেদনের ওপর শুনানি হয়।রিটকারীদের পক্ষে শুনানি করেন এ কে এম ফায়েজ। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ।পরীক্ষার্থীদের অভিযোগ, যথাসময়ে ফরম পূরণ করা হলেও টেলিটকের গোলযোগের কারণে কয়েক হাজার শিক্ষার্থী ৩৩তম বিসিএস পরীক্ষার প্রবেশপত্র পাননি। ফলে তারা আগামী ১ জুন অনুষ্ঠেয় প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে পারবেন না।
No comments:
Post a Comment