টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান সমকালকে জানিয়েছেন, ১৭ জুলাই থ্রি জি প্রযুক্তি ব্যবহার বা সোয়াপিং করার জন্য দিন নির্ধারিত হয়েছে। এর পরই সেটি উদ্বোধনের কাজ শুরু করবেন তারা।
এদিকে টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু গতকাল এক অনুষ্ঠানে বলেন, যে কোনো অবস্থায় সেপ্টেম্বরের মধ্যেই থ্রি জি সেবা সাধারণ মানুষের হাতের নাগালে নিয়ে আসতে হবে। এ নিয়ে আর বিলম্ব করার কোনো সুযোগ নেই।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রথম দফায় কেবল ঢাকা এবং ঢাকার পার্শ্ববর্তী এলাকায় থ্রি জি সেবার বিস্তার ঘটাতে চায় টেলিটক। পর্যায়ক্রমে এটি দেশব্যাপী ছড়িয়ে দেওয়া হবে। গত বছর টেলিটক থ্রি জি সেবার কার্যক্রম গ্রহণ করে। চীনের একটি বেসরকারি ব্যাংকের কাছ থেকে ঋণ নিয়ে এ সেবা গ্রহণ করছে তারা। অন্যদিকে থ্রি জি'র খসড়া নীতিমালা প্রণয়ন করা হলেও তা এখনও উন্মুক্ত করা হয়নি। ফলে বেসরকারি পর্যায়ে এ বছরের মধ্যে আর সেবা না আসার বিষয়টি নিশ্চিত হয়ে গেছে।
No comments:
Post a Comment