[[
বলতে গেলে ত্বক আমাদের প্রধান বাহ্যিক অঙ্গ। মানুষের চোখটা আগে এখানেই
পড়ে, তাই এই ত্বকের যত্নে আগ্রহ সবারই। কিন্তু কিন্তু কিভাবে সম্ভব সঠিক
যত্ন, কিসেরই বা নিবেন সাহায্য? জেনে বুঝে তবেই করা উচিত এমন সেনসিটিভ
অঙ্গের যত্ন আর এই সমস্যায় আপনার ত্বকের যত্নে বেশ ভালো ভুমিকা পালন করবে ময়েশ্চারাইজার!]]
প্রয়োজন হয় না অত্যন্ত ব্যয়বহুল লেজার ও অন্যান্য কসমেটিক চিকিৎসা।আর ত্বক সুন্দর রাখতে ত্বকের ধরণ বুঝে নিয়মিত ময়েশ্চেরাইজার ব্যবহার করা উচিত।এতে ত্বকের শুষ্কতা-রুক্ষ্মতা রোধ করে এবং ত্বক মসৃণ ও কোমল হয়।
তবে অবশ্যই ত্বকের ধরন বুঝে ময়েশ্চারাইজার বা লোশন ব্যবহার করা উচিত।শুধু শুষ্ক তক বা তৈলাক্ত ত্বক বলাই যথেষ্ট নয়।১৬ ধরনের ত্বক রয়েছে।আর ত্বক পরিচর্যায় শুধু নামী-দামী ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে তাই নয়, সামান্য অলিভ অয়েল বা সাদা ভ্যাসলিন বা ভ্যাসলিন লোশন ব্যবহার করতে পারেন।
সামান্য পরিমাণ সাদা ভ্যাসলিন বা ভ্যাসলিন লোশন মুখ ও ত্বকে ব্যবহার করলে ত্বক মসৃণ ও কোমল হয়।ভ্যাসলিনের সঙ্গে কিঞ্চিত পানি মিশিয়ে নিতে পারেন, যদিও ভ্যাসলিন-পানি একসঙ্গে মেশানো খানিকটা কঠিন।
এভাবে
নিয়ম মেনে চললে আপনার ত্বকটি থাকতে পারে অনেক বেশি আকর্ষণীয় আর আপনিও
পাবেন আত্নবিশ্বাস। তাই, ত্বকের যত্নে সচেতন হউন সচেতনতার সাথে!
by
http://seudolab.com/bn/
by
http://seudolab.com/bn/
No comments:
Post a Comment