Monday, April 16, 2012

লক্ষ্মীপুরে সনাক ও ইয়েস গ্রুপের উদ্যোগে দুর্নীতি বিরোধী স্বাক্ষরতা অভিযান


আরাফাত হোসাইন শান্ত,bdallrounder News
বাংলার ঐতিহ্যকে করি পালন, দুর্নীতিকে করি বারণ”এই কথাকে সামনে রেখে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র সহযোগিতায় ্এবং সচেতন নাগরিক কমিটি (সনাক), ইয়েস গ্র“প, লক্ষ্মীপুর এর উদ্যোগে পহেলা বৈশাখ, ১৪১৯ উদ্যাপন করা হয়।  বৈশাখী মেলায় সনাকের প থেকে একটি স্টল এর আয়োজন করা হয়। সকাল ১০.০০ টার সময়  এ.কে.এম.মিজানুর রহমান, জেলা প্রশাসক, লক্ষ্মীপুর দুর্নীতির বিরুদ্ধে স্বারতা অভিযান  জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে বৈশাখী মেলায় সনাকের স্টল এর শুভ উদ্ধোধন করেন। ইয়েসরা স্টলে বিভিন্ন ডিজাইনের মাধ্যমে বাংলার ঐতিহ্যকে সামনে রেখে কাঁঠাল, একতারা, ঢোল, মাছ,ঘুড়ি এবং কুলা প্রভৃতি অংকন করেন। মেলায় আগত ব্যক্তিদের এর প্রতি দৃষ্টিনন্দন হয় এবং (টিআইবি)’র এই দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলনে অংশীদার হওয়ার প্রত্যয় ব্যক্ত করে তারা স্ব হস্তে স্বার প্রদান করেন। অনেক দর্শনার্থী বলেন দেশে আজ সততা, সুশাসন, দুর্নীতিমুক্ত স্বদেশ বলতে কিছু নেই, সব বিকিয়ে গেছে। আমরা যদি সবাই মিলে সনাক এবং টিআইবি‘র এই আহবানে সাড়া দিয়ে সমাজ থেকে দুর্নীতিকে না বলি, তাহলে ভবিষৎতে আবার আমরা সুশাসন দেখতে পারবো। এছাড়া মেলাতে ভ্রাম্যমান তথ্য ও পরামর্শ ডেস্ক এর আয়োজন করা হয়। মেলায় আগত ব্যক্তিদের মাঝে স্বাস্থ্য, শিা এবং স্থানীয় সরকারের ভাঁজপত্রসহ সনাক, ইয়েস এবং অন্যান্য লিফলেট প্রচার করা হয়। মেলায় আগত ইয়েস গ্র“প এবং সনাকের স্টলে বিভিন্ন পেশার লোকজন বিভিন্নভাবে তাদের মতামত দিয়ে স্বার করেন। দুর্নীতিমুক্ত সমাজ চাই, দুর্নীতিকে সাহসের সাথে নির্মূল করতে হবে, আগে নিজেকে দুর্নীতিমুক্ত করতে হবে, গ্রাম পর্যায় থেকে দুর্নীতিমুক্ত করার জন্য আন্দোলন  শুরু করতে হবে, দেশের শিতি জনগণকে আগে দুর্নীতিমুক্ত করতে হবে, দুর্নীতিমুক্ত রাজনীতিবিদ চাই, এভাবে শত শত লোক তাদের মনের কথাগুলো লিখে অভিযানকে সফল করে তোলেন। কিন্ত সব মতামতের মধ্যে ছোট ছোট শিশুদের মনের বাস্তব কথা গুলো অনেকের দৃষ্টিনন্দিত হয়। কথাগুলো নিম্নে প্রদান করা হলো-দুর্নীতিমুক্ত দেশ, আমার গর্ব, আমার অহংকার। আমরা বড় হয়ে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করবো।  মানুষ নিজে দুর্নীতিমুক্ত হলেই দেশ দুর্নীতিমুক্ত হবে।
বিশেষ অতিথি হিসাবে আরও স্বার প্রদান করেন- এ.কে.এম শাহাজান কামাল, প্রশাসক, লক্ষ্মীপুর জেলা পরিষদ, মো: মোস্তফা কামাল মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), এস.এম নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, সদর লক্ষ্মীপুর,  এবং ফরিদা ইয়াসমিন লিকা- ভাইস চেয়ারম্যান, উপজেলা সদর, লক্ষ্মীপুর। প্রায় ১০০০ এর অধিক মানুষ দুর্নীতির বিরুদ্ধে স্বারতা অভিযান এ অংশগ্রহণ করেন।
এছাড়াও এতে অংশ গ্রহণ করেন সনাকের সম্মানিত সভাপতি প্রফেসর মাহবুব মোহাম্মদ আলী, সহ-সভাপতি প্রফেসর এ.এন.এম আবদুল মান্নানসহ সনাকের অন্যান্য সদস্যবৃন্দ, ইয়েস সদস্যবৃন্দ, জাতীয় ও স্থানীয় সাংবাদিক এবং সুশীল সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ।

No comments: