রহস্যময় এক গেরস্থালী পণ্য আনছে গুগল
স্মার্টফোন এবং ল্যাপটপ ডিভাইসের পর গুগল এবার মেতেছে নতুন এক ডিভাইস নিয়ে যা দিয়ে ব্যবহারকারীরা তাদের ঘরের বিভিন্ন কাজ করতে পারবেন। জানা গেছে, নাম না জানা রহস্যময় ডিভাইসটি গুগল নিজস্ব কর্মীদের বাসায় পরীক্ষা করতে যাচ্ছে। খবর ম্যাশএবল-এর।ম্যাশএবল জানিয়েছে, ফেডারেল কমিউনিকেশন কমিশনের কাছে একটি পরীক্ষামূলক লাইসেন্সের জন্য আবেদন করেছে গুগল। লাইসেন্স পেলেই ডিভাইসটির প্রোটোটাইপ কর্মীদের বাসায় পরীক্ষামূলকভাবে ব্যবহার করে দেখবে গুগল। গুগল জানিয়েছে, ডিভাইসটি বাসার বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রকে তারহীন ইন্টারনেট এবং ব্লুটুথের মাধ্যমে যুক্ত করবে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানা সম্ভব হয়নি।
গুগল আরো জানিয়েছে, ডিভাইসটি এখনও উন্নয়নের পর্যায়ে রয়েছে। কেবল ২৫২টি ডিভাইস নিউ ইয়র্ক, কেমব্রিজ, লস এঞ্জেলস এবং ক্যালিফোর্নিয়ায় কর্মীদের বাসায় পরীক্ষা করবে গুগল। আবেদনপত্রে গুগল জানুয়ারি ১৭ থেকে জুলাই ১৭ তারিখ পর্যন্ত পরীক্ষা চালানোর অনুমতি চেয়েছে।
No comments:
Post a Comment