Friday, February 10, 2012

মুক্ত ইন্টারনেটের দাবিতে

গতকালের উইকিপিডিয়া

মুক্ত ইন্টারনেটের দাবিতে গতকাল বুধবার বিশ্বসেরা কয়েকটি ওয়েবসাইট তাদের সাইট এক দিনের জন্য বন্ধ রেখেছে। যুক্তরাষ্ট্রের স্টপ অনলাইন পাইরেসি অ্যাক্ট (সোপা) ও প্রটেক্ট আইপি অ্যাক্ট (পিপা) নামের দুই আইনের প্রতিবাদে এক দিন সাইট বন্ধ রাখার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ।
এই তালিকায় রয়েছে মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়ার ইংরেজি সংস্করণ, মজিলা, ওয়ার্ডপ্রেস, রেড্ডিট, চিজবার্গার নেটওয়ার্ক, ললক্যাট মিমিস, বোয়িংবোয়িং, ক্রেইগসলিস্ট, মাইনক্রাফটসহ ৫৮টি ওয়েবসাইট। এই তালিকায় যুক্ত হয়েছে গুগলও। গুগল তাদের প্রথম পৃষ্ঠায় লিখে রেখেছে, ‘কংগ্রেসকে বলুন: দয়া করে ওয়েব সেন্সর করবেন না।’ এই তালিকায় ফেসবুকও যোগ দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মুক্ত তথ্যকোষের ভান্ডার উইকিপিডিয়া তার ইংরেজি সংস্করণও বন্ধ রেখেছে প্রতিবাদের অংশ হিসেবে। এই প্রতিবাদকে সমর্থন জানিয়ে বাংলা উইকিপিডিয়ার পক্ষ থেকেও নোটিশ লাগানো হয়েছে। উইকিপিডিয়ার প্রতিষ্ঠাতা জিমি ওয়েলস ব্ল্যাকআউট সম্পর্কে বলেন, ইন্টারনেটের ভবিষ্যতের জন্য এই আইনটি হুমকিস্বরূপ। ব্ল্যাকআউটের সময় উইকিপিডিয়ায় দেখা গেছে শুধু কালো ও সাদা রঙের একটি পৃষ্ঠা, যেখানে লেখা ছিল, ‘এমন একটা বিশ্ব কল্পনা করুন, যেখানে জ্ঞান উন্মুক্ত নয়।’
উল্লেখ্য, কয়েক মাস ধরেই সোপা বিল নিয়ে যুক্তরাষ্ট্রের সিনেটে বিতর্ক চলছে। বিলটির পক্ষে ও বিপক্ষে অবস্থান নিয়েছে অনেক প্রযুক্তিপ্রতিষ্ঠান। বিলটির মাধ্যমে যুক্তরাষ্ট্র ডিএনএস লেভেলে ওয়েবসাইট ব্লক করে দেওয়াসহ বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা যাবে। তবে এ আইনের ব্যাপারে হোয়াইট হাউস তাদের সিদ্ধান্তে অনড়। গত শনিবার এক বিবৃতিতে হোয়াইট হাউস বলেছে, ‘আমাদের বিশ্বাস, এই বিল আইনে রূপান্তরিত হলে ইন্টারনেটে ব্যবসার উন্মুক্ত দ্বার উন্মোচন হবে এবং অবৈধ সাইটগুলোর অত্যাচার থেকে আমরা মুক্ত হতে পারব।’ আইনের বিস্তারিত আছেhttp://en.wikipedia.org/wiki/Wikipedia:SOPA_initiative/Learn_more ঠিকানায়।
 http://www.prothom-alo.com/

No comments: