যশোরের বেনাপোল ধান্যখোলা সীমান্তে ভারতীয় সীমান্ত বাহিনীর (বিএসএফ) গুলিতে রাশেদুজ্জামান (২৫) নামের এক যুবক নিহত হয়েছে। আজ শনিবার সকালে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে রাশেদসহ কয়েকজন ব্যবসায়ী ধান্যখোলা সীমান্ত দিয়ে ভারত থেকে গরু আনতে যায়। এ সময় বিএসএফ তাঁদের লক্ষ্য করে গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে বাংলাদেশ সীমান্তে ফিরে আসার পর রাশেদের মৃত্যু হয়।
এ ব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শিকারপুর ক্যাম্পের ইনচার্জ নায়েক সুবেদার আশরাফ আলী প্রথম আলো অনলাইনকে জানান, বিএসএফের গুলিতে এক যুবক নিহত হওয়ার কথা তাঁরা শুনেছেন। এ বিষয়ে বিএসএফের সঙ্গে কথা হয়েছে। তবে তারা দায়িত্ব স্বীকার করেনি।
আশরাফ আরও বলেন, লাশের ময়নাতদন্তে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর বিষয়টি প্রমাণিত হলে আমরা বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক করব।
রাশেদুজ্জামান যশোরের শার্শা উপজেলার মাটিকুমড়া গ্রামের মোশাররফ হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে রাশেদসহ কয়েকজন ব্যবসায়ী ধান্যখোলা সীমান্ত দিয়ে ভারত থেকে গরু আনতে যায়। এ সময় বিএসএফ তাঁদের লক্ষ্য করে গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে বাংলাদেশ সীমান্তে ফিরে আসার পর রাশেদের মৃত্যু হয়।
এ ব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শিকারপুর ক্যাম্পের ইনচার্জ নায়েক সুবেদার আশরাফ আলী প্রথম আলো অনলাইনকে জানান, বিএসএফের গুলিতে এক যুবক নিহত হওয়ার কথা তাঁরা শুনেছেন। এ বিষয়ে বিএসএফের সঙ্গে কথা হয়েছে। তবে তারা দায়িত্ব স্বীকার করেনি।
আশরাফ আরও বলেন, লাশের ময়নাতদন্তে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর বিষয়টি প্রমাণিত হলে আমরা বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক করব।
রাশেদুজ্জামান যশোরের শার্শা উপজেলার মাটিকুমড়া গ্রামের মোশাররফ হোসেনের ছেলে।
No comments:
Post a Comment