Thursday, May 10, 2012

সার্চ ইঞ্জিন রেংক, এসইও ও এডসেন্স বিষয়ক টিপস

সার্চ ইঞ্জিন রেংক, এসইও ও এডসেন্স বিষয়ক টিপস পর্ব এক

এই পোষ্টটিতে সার্চ ইঞ্জিন, পেজ রেংক, SEO, এডসেন্স বিষয়ক কিছু টিপস দেব। তাহলে শুরু করা যাক।
  • বিভিন্ন সাইটে আপনার ব্যাক লিংক দিন যা পেজ রেংক এর জন্য গুরুত্ব পূর্ন।
  • পেজ এর ব্যাকগ্রাউন্ড ও এ্যাড এর ব্যাকগ্রাউন্ড ও বর্ডার এর রং একই রাখুন।
  • লেখার মাঝে নিরাপদ দূরত্বে ও নেভিগেশন বার এর নিচে রং মিলিয়ে লিংক ইউনিট এর এড ব্যাবহার করুন।
  • অপেক্ষাকৃত সহজ বানানের মনে রাখা যায় এমন ডোমেইন ব্যাবহার করুন।
  • অবশ্যই সব জায়গায় পজেটিভ এ্যাপ্রোচ নিয়ে কমেন্ট করুন।
  • বিভিন্ন গ্রুপ ও কমু্নিটি তৈরীর মাধ্যমে Social network তৈরী করুন।
  • বিভিন্ন ব্লগে জনপ্রিয় বিষয়ে আর্টিকেল লিখুন।
  • দেশ বিদশী বিভিন্ন সাইটে ও ব্লগে কমেন্ট করুন এবং সেখানে আইডি হিসেবে আপনার ডোমেইনটি ব্যাবহার করুন।
  • প্রতিটি পোষ্ট এর জন্য আলাদা টাইটেল, মেটা কী ওয়ার্ড ও মেটা ডিসক্রীপশন ব্যাবহার করুন।
  • Frame এবং Iframe যথাসম্ভব বর্জন করুন। কারন Frame এবং Iframe ব্যাবহার এডসেন্সের নীতি বিরোধী।
  • উন্নত, জনপ্রিয় ও বিরল কনটেন্ট ব্যাবহার করুন।
  • প্রতি পাতার কিছু কী ওয়ার্ডে    ট্যাগ ব্যাহার করুন।
  • লিংক ও সাবডোমেইন গুলোকে পরিচ্ছন্ন, ছোট ও স্পষ্ট রাখুন।
  • পেজ ভিউয়ার রা যেন সহজেই তার প্রত্যাশিত বস্তুটি খুজে পায় এমনভাবে ডিজাইন করুন।
  • ইআরএল দিয়ে ভিডিও শেয়ার করুন।
  • গ্রাফিক্স, ফ্লাশ, মুভি ক্লিপ, সাউন্ড, পপ আপ এসবের কোন মূল্য সার্চ ইঞ্জিনে নেই তা এগুলোও যথাসম্ভব বর্জন করুন।
  • ছবির জন্য কী ওয়ার্ড বান্ধব নাম ব্যাবহার করুন।
  • কী ওয়ার্ড গুলো জনপ্রিয় হয় সেদিকে খেয়াল করুন।
  • প্রতিটি ছবিরজন্য আলাদা Alt ট্যাগ ব্যাবহার করুন।
  • প্রতিটি লেখার জন্য আলাদা ট্যাগ ও কীওয়ার্ড ব্যাবহার করুন।
  • Deep link ও Non Anchor text ব্যাহার করুন।
  • খুব বড় নয় আবার খুব ছোটও নয় কিন্তু কীওয়ার্ড ও SEO বান্ধব সহজ বানানের এমন ডোমেইন ব্যাবহার করুন।
  • সম্ভব হলে নিজস্ব ডোমেইন ব্যাবহার করুন।
  • RSS Feed ব্যাবহার করুন।
  • HTML কে পরিচ্ছন্ন রাখুন।
  • Sitemap ব্যাবহার করুন। এখানে আপনার সাইটের সাইটম্যাপ সাবমিট করুন।
  • Java ও CSS এর জন্য আলাদা ফাইল ব্যাবহার করুন।
  • লিংকগুলোকে যথাসম্ভব স্পষ্ট রাখুন।
  • গুগল এর ওয়েমাষ্টারএড ইউআরএল ও এনালাইটিক সার্ভিস ব্যাবহার করতে পারেন ভিজিটর বাড়ানোর জন্য।
  • পপুলার কী ওয়ার্ড ব্যাবহার করুন লেখায়। এবং আপনার লেখার 7-10% জুড়ে আপনার টার্গেটকৃত কীওয়ার্ডটি দিন।
  • আর লেখার সময় লেখা গুলো এমন ভাবে লিখুন যেন তা সার্চ ইঞ্জিন ও কীওয়ার্ড বান্ধব হয়। যেমন আপনি আপনি হয়ত লিখবেন Song কিন্তু যারা সার্চ করবে তারা লিখবে latest song download free অথবা free song download তাই যেভাবে সার্চ হবার সম্ভাবনা থাকবে বা ঐ অপশনটির জন্য যে কী ওয়ার্ড আছে তা ব্যাবহার করুন।
  • নিয়মিত পেজ আপডেট করুন প্রতিদিন কমপক্ষে নতুন একটি পেজ তৈরী করুন।
  • সম্ভব হলে নিজস্ব ডোমেইন ব্যাবহার করুন।
  • ভিউয়ার দের সাথে প্রতারনা থেকে দূরে থাকুন।
  • কপি পেষ্ট থেকে বিরত থাকুণ।
  • গুগলের সাথে চালাকি করার চেষ্টা করবেন না।
  • জনপ্রিয় মিডিয়া সমূহে আপনার সাইটের বি্ঞ্জাপন নিয়মিত দিন।
  • ভিউয়ার রা যেন আবার আসে সে জন্য সাইটে তাদের আকর্ষন করার জন্য কোন ইলিমেন্ট রাখুন।
  • সাইটে বিভিন্ন জরিপ, প্রতিযোগীতা, পুল এসবের নিয়মিত আয়োজন রাখুন।















গুগলের ওয়েবমাষ্টার টুল

প্রথমেই বলছি ওয়েব মাষ্টার এর ব্যাবহার সম্বন্ধে। এ জন্য এখানে ক্লিক করুন
এরপর আপনার জিমেইল একাউন্ট দিয়ে সাইন ইন করুন। তারপর নিচের মত যে পেজটি আসবে তাতে আপনার সাইটের এ্যাড্রেস লিখে এড করুন।
webmaster.jpg

গুগলের এডইউআরএল সার্ভিস

এবার বলছি এড ইউআরএল সার্ভিস সম্বন্ধে। এজন্য এই লিংকে যান। 
তারপর নিচের মত যে পেজটি আসবে তাতে আপনার সাইটের এ্যাড্রেস লিখুন, কমেন্ট দিন এবং ভেরিফিকেশন কোড টাইপ করে এড করুন।
addurl.jpg
আর আমার মনে হয় এ পযর্ন্ত দেয়া টিপস গুলো মেনে চললে হয়ত খুব শীঘ্রই আপনার একাউন্টেও দেখতে পাবেন এমন দৃশ্য।
earn.jpg






সার্চ ইঞ্জিনে যেভাবে সাবমিট করবেন আপনার সাইট

আজ বলব বিভিন্ন সার্চ ইঞ্জিনে সাইট সাবমিট করার সম্বন্ধে। তাহলে দেখা যাক কোন সার্চ ইঞ্জিনে সাইট কিভাবে সাবমিট করবেন।

গুগল

গুগলে সাইট সাবমিট করতে হলে এখানে ক্লিক করুন। যে পেজটি আসবে তাতে আপনার সাইটের ইউআরএল দিয়ে সাবমিট করুন। ব্যস হয়ে গেল এবার কিছু সময়ের মধ্যেই গুগল আপনার সাইটকে ইনডেক্স করবে।

ইয়াহূ

ইয়াহূতে আপনার সাইট সাবমিট করার জন্য এই লিংকে যান। তারপর সাইট সাবমিটে ক্লিক করুন ছবিতে দেখানো অংশের মত।
1.JPG
এবার যে পেজটি আসবে তা থেকে সাবমিট ইউর সাইট ফ্রিতে ক্লিক করুন।
2.JPG
এবার সাবমিট এ ওয়েবপেজ এ ক্লিক করুন।
3.JPG
এই পেজের ঘরটিতে আপনার সাইটের ইউআরএল টি লিখে সাবমিট ইউআরএল এ ক্লিক করুন।
4.JPG

মাইক্রোসফটের বিং

ঈদানিং কালে সার্চ ইঞ্জিন হিসেবে বিং এর জনপ্রিয়তা বেশ তুঙ্গে। তাই একেও এড়িয়ে যাওয়া বুদ্ধিমানের কাজ নয়। বিং এ সাবমিট করতে এখানে ক্লিক করুন। আর আপনার সাইটের ঠিকানা লিখে সাবমিট করুন।
তবে সার্চ ইঞ্জিনে ইনডেক্স হলেও তাতে উন্নতি একটা ধারাবাহিক ব্যাপার এখানে ধাপে ধাপে উন্নতি করতে হয়। একদিনেই উন্নতি সম্ভব নয়। তাই নিয়মিত পরিশ্রম করে যেতে হবে।


মাত্র কয়েকলাইনের ব্লগ লিখে ৫০০ এরও বেশী জনপ্রিয় Search Query তে গুগল সার্চে প্রথম ১০ এ – আমার সেরা অনলাইন এসইও

গত কয়েকমাস আগে আমার একটি ব্লগে ভারতের টিভি চ্যানেল স্টার প্লাস এর একটি জনপ্রিয় অনুষ্ঠানের টাইটেল সং নিয়ে মাত্র কয়েকলাইনের ব্লগ লিখে ৫০০ এরও বেশী জনপ্রিয় Search Query তে গুগল সার্চে প্রথম ১০ এ অবস্থান পাই। যা কিনা এযাবত আমার সেরা অনলাইন এসইও ও বটে। আর ভারতের মত একটি দেশের সবচাইতে জনপ্রিয় টিভি চ্যানেল এর জনপ্রিয় শোতে এত ভাল অবস্থানে থাকলে এডসেন্স এর সাফল্য আর বলার প্রয়োজন নাই।
istock_000003986459medium-462x306
আমি গত কয়েকমাস অফলাইন অপটিমাইজেশন এবং মার্কেটিং এর সুফল এতটাই ভোগ করেছি যে অনলাইন অপটিমাইজেশন এর কথা অনেকটা ভুলেই গিয়েছিলাম। কিন্তু গত কিছুদিনে অফলাইন অপটিমাইজেশন নিয়ে অনেকেই আপত্তি তুললে এবং সমালোচনা করলে তার থেকে কিছুটা পিছু হটে আসি। এসব অভিজ্ঞতা থেকে দেখলাম আসলে যে আমি অতটা গাধা একেবারে না তা প্রমান করা উচিত তাই আমার দুশতাধিক ব্লগ নিয়ে অপটিমাইজেশনে নেমে পড়লাম এবং সপ্তাহখানেক পড়েই পেতে থাকলাম সাফল্য। তবে এর মধ্য একটি ব্লগের একটি আর্টিকেলের সাফল্য ছিল আকাশচুম্বী। ওই আর্টিকেলে যেসব জনপ্রিয় Search Query তে ভাল করছি তা Star Plus, Perfect Bride (সেই জনপ্রিয় শো) Song, Kailash kher এর সংশ্লিষ্ট তো বোঝাই যায় কতটা জনপ্রিয় কী-ওয়ার্ড। আজ সেটার বিস্তারিত এবং কি তার কারন তাই লিখব। ও কথা বলার আগে প্রমান দিয়ে নেই কারন অনেকের ব্লগে এরকম সাফল্যের কথা শুনলেও বাস্তবে ওইসব ব্লগে তা মন হয় নি। তাই গুগল ওয়েবমাষ্টার থেকে কীওয়ার্ড পজিশন এর একটি স্ক্রীনশট দেই।
untitled
এখন বলি এই সাফল্য এর পেছনে কি কি কারন কাজ করেছেঃ
  • প্রথম যে কারন তা হল এ বিষয়ে লক্ষ লক্ষ সাইট হয়েছে কিন্তু আমি এগুলো হওয়ার কিছুটা আগেই এই ব্লগটি তৈরী করি। মানে সার্চ ইঞ্জিনে আগে ইনডেক্স করতে পারা অন্যতম একটি কারন। তাই যে কোন বিষয় অনেকে শুরু করার একটু আগেই যদি শুরু করা যায় তাহলে এমন সাফল্য নিশ্চিত।
  • এরপর দ্বীতিয় যে কারন তা হল ওই আর্টিকেলের লিংকেই রয়েছে সার্চ কুয়েরি এর গুরুত্বপূর্ণ অংশ। এটা সবচাইতে গুরুত্বপূর্ণ কারন।
  • আর তৃতীয় কারন টা হল সার্চ কুযেরিতে আসতে পারে এমন প্রতিটি শব্দই আর্টিকেলে দেয়া এমনকি ভুল বানানটিও। তাই প্রতিটি সার্চেই এটি আসায় এর অবস্থান ক্রমেই উন্নতি হয়েছে।
  • এগুলো ঠিক রাখার পর ব্যাবহার করেছি গুগলের এই ট্রিকসটি।
  • ও এছাড়া আরো একটি কারন হল আঞ্চলিক শব্দও উল্লেখ করা।
  • এরপর এডে ক্লিক পাওয়ার অন্যতম কারন হল পাঠককে সন্তুষ্ট করা অর্থাৎ তার প্রত্যাশিত জিনিসটি দেয়া।

by earnhelp.com

No comments: