Thursday, January 5, 2012

সপ্তাহে শতকোটি অ্যাপ্লিকেশন ডাউনলোড

গত মাসের শেষ সপ্তাহে সারা বিশ্বে অ্যাপ্লিকেশন ডাউনলোড হয়েছে প্রায় ১২০ কোটি। ক্রিসমাস উপলক্ষে ক্রেতারা নতুন প্রযুক্তির পণ্য কেনায় এবং বছর শেষে বিভিন্ন প্রতিষ্ঠান অ্যাপ্লিকেশনে মূল্যে ছাড় দেওয়ার কারণেই মাত্র এক সপ্তাহে বিপুল পরিমাণ অ্যাপ্লিকেশন ডাউনলোড হয়েছে বলে জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান ফ্লুরি।
গবেষণায় প্রাপ্ত তথ্য অনুযায়ী, এসব অ্যাপ্লিকেশনের প্রায় অর্ধেকই ডাউনলোড হয়েছে যুক্তরাষ্ট্রে। দ্বিতীয় অবস্থানে থাকা চীনে ডাউনলোড হয়েছে প্রায় ৯ কোটি ৯০ লাখ অ্যাপ্লিকেশন। এ ছাড়া যুক্তরাজ্যে ডাউনলোড হয়েছে আট কোটি ১০ লাখ, কানাডায় চার কোটি ১০ লাখ, জার্মানি ও ফ্রান্সে চার কোটি অ্যাপ্লিকেশন।
অ্যাপ্লিকেশন ডাউনলোডের জনপ্রিয়তা আরো বৃদ্ধি পাওয়ার কারণে এ বছর এই সংখ্যা আরো বাড়বে বলে ধারণা করছে ফ্লুরি।

No comments: