Thursday, July 5, 2012

নারীর হাতে ধর্ষিত পুরুষ



অস্ট্রেলিয়ায় এক পুরুষের ঘরের দরজা ভেঙে ধর্ষণ করেছে রেবেকা হেলেন এলডার (৩৯) নামের এক নারী। এ ঘটনায় তাকে আদালতে তোলা হয়েছে। সেখানে গতকাল শুনানি হয় এডিলেড-এর ডিস্ট্রিক্ট কোর্টে। গতকাল এ খবর দিয়েছে অনলাইন ডেইলি মেইল। এতে আরও বলা হয়, ওই নারীর বিরুদ্ধে ওই পুরুষের ঘরের দরজা ভাঙা ও তাকে ধর্ষণ এ দু’টি অভিযোগ আনা হয়েছে। নারীর হাতে ধর্ষিত ওই পুরুষের নাম প্রকাশ করা হয়নি রিপোর্টে। কিন্তু হেলেন এলডার তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন। আদালতে প্রসিকিউটররা যেসব প্রমাণপত্র হাজির করেছেন তাতে দেখা যায়, গত বছর ২০শে
সেপ্টেম্বর থেকে ২৩শে সেপ্টেম্বরের মধ্যে ওই ঘটনা ঘটে। অভিযুক্ত হেলেনের বাড়ি পার্কসাইডে। আগামী মাসে এ মামলার পরবর্র্তী শুনানি হওয়ার কথা রয়েছে। ততদিনে হেলেনের জামিন বহাল রেখেই তার রিমান্ড মঞ্জুর করেছেন বিচারক ওয়েনি চিভেল।


bdnews24

No comments: