Thursday, April 19, 2012

Pendrive

দূর থেকে ধ্বংস করা যাবে হারানো পেনড্রাইভ
ক্রয়মূল্য যা-ই হোক না কেন, পেনড্রাইভে থাকা তথ্য (ডেটা) কিন্তু অমূল্য। ড্রাইভটি হারিয়ে গেলেই এ সত্য উপলব্ধি করা যায়। তখন হারিয়ে যাওয়া ড্রাইভটির সঙ্গে হারিয়ে যায় গোপন ও গুরুত্বপূর্ণ অনেক তথ্য। এসব তথ্য অনাকাঙ্ক্ষিত কেউ জেনে গেলে হতে পারে বিপদ। এ ঝামেলা থেকে বাঁচতে বিশেষ ধরনের পেনড্রাইভ তৈরি করল যুক্তরাজ্যের মোবাইল তথ্য নিরাপত্তা প্রতিষ্ঠান এক্সাক্ট ট্র্যাক। 'সিকিউরিটি গার্ডিয়ান' নামের ড্রাইভটিতে উচ্চমাত্রার বিদ্যুৎ প্রবাহের ব্যবস্থা রয়েছে। দূর থেকে রিমোট চাপলেই এ ব্যবস্থা চালু হয়ে ধ্বংস হয়ে যাবে ড্রাইভটি। ডেইলি মেইল এ তথ্য জানিয়েছে।

এ ড্রাইভে যুক্ত গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) প্রযুক্তির সহায়তা নিয়ে হারিয়ে যাওয়া ড্রাইভের অবস্থানও জানা যাবে। পেনড্রাইভটির তথ্যের নিরাপত্তা আরো সুসংহত করতে এতে ব্যবহার করা হয়েছে এনক্রিপটেড (নিরাপত্তাসংক্রান্ত বিশেষ প্রযুক্তি) মেমোরি চিপ এবং সিমকার্ড। তাই রিমোট চেপে এর তথ্যও ধ্বংস করা যাবে। এক জরিপে দেখা গেছে, পেনড্রাইভ হারিয়ে যাওয়ার কারণেই বেশির ভাগ প্রতিষ্ঠানের গোপনীয় তথ্য প্রকাশ হয়ে থাকে। এ কারণেই পেনড্রাইভ ব্যবহারকারীদের তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন এ পেনড্রাইভটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলে ধারণা করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।
টেক প্রতিদিন ডেস্ক
সূত্র : ইন্টারনেট

No comments: