‘মাস্টার ব্লাস্টার’ বলে পরিচিত শচীন তেণ্ডুলকরকে ভারতের সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার৻
তাঁকে এই প্রস্তাব দেওয়ার পাশাপাশি রাষ্ট্রপতির
কাছে মি: তেণ্ডুলকরের নামও পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী
অম্বিকা সোনি৻মি: তেণ্ডুলকর এখনো বিষয়টি নিয়ে কোনও মন্তব্য না করলেও তাঁর সম্মতি নিয়েই এটা করা হয়েছে বলে জানা গিয়েছে৻
ভারতের রাষ্ট্রপতি বিশিষ্ট ১২ জন নাগরিককে রাজ্যসভায় পাঠাতে পারেন৻
ফলে আশা করা হচ্ছে, শচীন তেণ্ডুলকরের শপথ গ্রহণ এখন শুধুই সময়ে অপেক্ষা৻
এই দফায় মনোনয়ন পেয়েছেন অভিনেত্রী রেখা এবং সমাজসেবী অনু আগা৻
No comments:
Post a Comment