একইসঙ্গে স্থগিত করা হয়েছে এদিনের কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষাও। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ
বিজ্ঞপ্তিতে বলা হয়, “অনিবার্য কারণে সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের সব বিষয়ের পরীক্ষা স্থগিত করা হলো।” তবে অন্যান্য শিক্ষা বোর্ডের পরীক্ষা বৃহস্পতিবার যথারীতি চলবে। সিলেট ও কারিগরি বোর্ডের পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এইচএসসিতে বৃহস্পতিবার পৌরনীতি দ্বিতীয় পত্র, জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, ব্যবসায় উদ্যোগ ও ব্যবহারিক ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র, উচ্চাঙ্গ সঙ্গীত দ্বিতীয় পত্রের পরীক্ষা হওয়ার কথা ছিল। এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (বিএম)-এর দ্বাদশ শ্রেণীর লাইভস্কিলড ডেভেলপমেন্ট, একাদশ শ্রেণীর সেক্রেটারিয়াল প্রাকটিসেস: এইচএসসি ভোকেশনালের পদার্থ বিজ্ঞান-১ এবং ডিপ্লোমা ইন কমার্সের উচ্চতর হিসাব বিজ্ঞান বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল এদিন। বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী মঙ্গলবার মধ্যরাতে ঢাকায় নিখোঁজ হন। পুলিশ মহাখালী এলাকা থেকে তার প্রাইভেট কারটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। এই খবরে বুধবার সকাল থেকে সিলেট-ঢাকা মহাসড়ক প্রায় আট ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ দেখায় বিএনপি নেতাকর্মীরা। সিলেটসহ বিভিন্ন স্থানে সমাবেশ করে সিলেট মহানগর, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজারে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেওয়া হয়।
No comments:
Post a Comment