আগের দিনের মতোই মেলা যথারীতি সকাল ১১টায় শুরু হলেও বিকাল ৩টার পর থেকে লোক সমাগম বাড়তে থাকে।
মুক্তদেশ প্রকাশনের স্টলে বিক্রেতা আবু তাহের জানান, গত তিন দিন প্রায় একইরকম ভিড়। বড়দের বইয়ের পাশাপাশি এবার শিশুদের বই বিক্রি বেড়েছে।
শান্তিনগর থেকে আসা স্কুল শিক্ষিকা নুসরাত জাহান তৃতীয় দিনের মতো তার দুই বাচ্চাকে নিয়ে মেলায় এসেছেন।
বইমেলাকে একটি ‘উৎসব’ হিসাবে আখ্যায়িত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “শুধু বই কেনার জন্য নয়। এটা একটা মিলনের জায়গা, উৎসবের জায়গা। পরপর তিন দিন ছুটি থাকায় আমার মতো আরো অনেকেই এখানে আসছেন।”
ঐতিহ্য প্রকাশনীর প্রধান নির্বাহী আরিফুর রহমান নাঈম বই বিক্রিতে সন্তোষ প্রকাশ করে বলেন, “বিক্রি ভালোই হচ্ছে। তবে বিগত কয়েক বছরে পাঠকের রুচির উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেছে। এর আগে মানুষ শুধু গল্প-উপন্যাসের বই খুঁজত। কিন্তু এখন বিভিন্ন মননশীল বইয়ের চাহিদা বেড়েছে। এটা একটা উল্লেখযোগ্য উত্তরণ।”
রোববার মেলার ৫ম দিনে প্রকাশিত মোট বইয়ের সংখ্যা ১৭১টি। এর মধ্যে গল্প ১৮টি, উপন্যাস ৩৭টি, প্রবন্ধ ১১টি, কবিতা ৩০টি, গবেষণা ছয়টি, ছড়া ছয়টি, শিশুসাহিত্য সাতটি, জীবনী দুটি, মুক্তিযুদ্ধ বিষয়ক পাঁচটি, বিজ্ঞান বিষয়ক পাঁচটি, ভ্রমণ বিষয়ক ছয়টি, ইতিহাস বিষয়ক একটি, চিকিৎসা-স্বাস্থ্য বিষয়ক একটি, রম্যরচনা ১২টি, ধর্ম বিষয়ক দুটি, অনুবাদ চারটি, সায়েন্স ফিকশন দুটি এবং অন্যান্য ১৬টি।
মেলার পঞ্চম দিনে নজরুল মঞ্চে মোড়ক উন্মোচন হয় সাতটি বইয়ের।
বিকালে মেলার মূল মঞ্চে আলোচনা অনুষ্ঠানে ভাষা শহীদ শফিউর রহমান, আব্দুল জব্বার এবং অহিউল্লাহর উপর ‘যে সবে বঙ্গেতে জন্মি’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন অভিধান বিশেষজ্ঞ জামিল চৌধুরী। তপন বাগচী উস্থাপন করেন ‘ভাষা শহীদ: আব্দুর জব্বার ও শফিউর রহমান’ শীর্ষক প্রবন্ধ।
ছড়াকার ফয়েজ আহমেদের সভাপতিত্বে আলোচনা করেন গবেষক শফিকুর রহমান চৌধুরী, ড. শিহাব শাহরিয়ার ও কথাসহিত্যিক আন্দালিব রাশদী।
সভাপতির বক্তব্যে ফয়েজ আহমেদ বলেন, “ভাষা আন্দোলন গবেষণা ২১ ফেব্র“য়ারি তারিখকে ঘিরে মূলত আবর্তিত হলেও একুশের অব্যবহিত পরে এই আন্দোলন যে নতুন গতি লাভ করে সে সম্পর্কে তেমন কোনো গবেষণা হয়নি।”
“উত্তরোত্তর গবেষণার মাধ্যমে ভাষা আন্দোলনের অনেক অজানা অধ্যায়ের উন্মোচন ঘটবে। যেমন করে সা¤প্রতিক গবেষণায় বেরিয়ে এসেছে অপেক্ষাকৃত কম প্রচার পাওয়া ভাষা-শহীদ অহিউল্লাহ’র কথা।”
সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে ঋষিজ শিল্প গোষ্ঠী ।by Bdnews24.com
No comments:
Post a Comment