Saturday, January 14, 2012

Qubee Laptop Fair

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে শুরু হয়েছে কিউবি ল্যাপটপ মেলা-২০১২। গতকাল মেলার প্রথম দিনে দিনভর সাধারণ দর্শনার্থীদের ভিড় লক্ষ করা গেছে। শিক্ষার্থী-কর্মজীবী থেকে শুরু করে সব পেশার মানুষ এসেছে মেলায়। তবে দিনভর তরুণ-তরুণীদের ভিড়ই ছিল বেশি। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিজ্ঞান এবং প্রযুক্তি প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। তিনি বলেন, 'দেশে তথ্যপ্রযুক্তির ক্ষেত্র দিন দিন এগিয়ে যাচ্ছে। তরুণ প্রজন্মই এই এগিয়ে যাওয়াকে আরো ত্বরান্বিত করতে পারে। এ জন্য আমরা সরকারের পক্ষ থেকে তরুণদের জন্য বিভিন্ন উদ্যোগ নিচ্ছি। সাম্প্র্রতিক বছরগুলোতে ল্যাপটপ বিক্রির হার অনেক বেড়েছে।'
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কিউবির ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন প্রধান সৈয়দ আশিকুর রহমান, তথ্যপ্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার, মুনির হাসান এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির সাধারণ সম্পাদক শহিদুল মুনির। মুনির হাসান বলেন, ২০০৮ সালে সারা বছরে মাত্র ৪৮ হাজার ল্যাপটপ বিক্রি হয়েছিল। আর সর্বশেষ ২০১১ সালে শুধু নোটবুক ও ইপিসি বিক্রি হয়েছে দুই লাখেরও বেশি। ১৪ জানুয়ারি পর্যন্ত মেলা প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলবে। প্রবেশ মূল্য ২০ টাকা।

No comments: