Saturday, January 14, 2012

দাবি আদায়ে কাপ্তাইয়ে পলিটেকনিক শিক্ষকদের আন্দোলনের ডাক

দেশের পলিটেকনিক শিক্ষকদের চলমান আন্দোলনে শরিক হয়ে বাংলাদেশ-সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষকেরাও আন্দোলনের ডাক দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতি ও বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক পরিষদের (কাপ্তাই শাখা) যৌথ উদ্যোগে পার্বত্য অঞ্চলের কারিগরি শিক্ষকেরা এ আন্দোলনের ডাক দেন।
শিক্ষক সমিতির সভাপতি সুজিত কুমার বিশ্বাস ও শিক্ষক পরিষদের সভাপতি শহীদুল ইসলাম এক সংবাদ সম্মেলনে জানান, শিক্ষকদের চাকরি কাঠামোয় জটিলতা নিরসন, শূন্যপদ পূরণ, পদোন্নতি, অতিরিক্ত দায়িত্ব পালনের যথাযথ সম্মানীসহ আট দফা দাবি পূরণে পলিটেকনিক শিক্ষকেরা আন্দোলন করছেন। তিন পার্বত্য জেলার মধ্যে কেবল রাঙামাটির কাপ্তাইয়ে রয়েছে বাংলাদেশ-সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট। দেশের পলিটেকনিক শিক্ষকদের আন্দোলনে তাঁরাও যোগ দিয়েছেন। ৮ জানুয়ারি কেন্দ্রীয়ভাবে আন্দোলন শুরু হয়েছে। গতকাল দেশের ৪৯টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে সংবাদ সম্মেলন করা হয়।
শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মুহম্মদ তারেকুল ইসলাম জানান, অনতিবিলম্বে দাবি পূরণ না হলে লাগাতার কর্মবিরতিসহ আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
By Prothom ALo News

No comments: