Tuesday, December 27, 2011

Tech News of all rounder- ২০১২ সালের সম্ভাব্য প্রযুক্তিপণ্যগুলো

৯ থেকে ১২ জানুয়ারী লাস ভেগাসে অনুষ্ঠিত হবে বিশ্বের বৃহত্তম কনজিউমার ইলেকট্রনিক ট্রেড শো (সিইএস)। এ আয়োজন ঘিরে প্রযুক্তিবিশ্বে থাকে উন্মাদনা। কারণ এ আয়োজনের মধ্যে দিয়েই বছরের শুরুতেই বিভিন্ন বাঘা সব প্রযুক্তিপ্রতিষ্ঠান আসন্ন প্রযুক্তিপণ্য বিষয়ে ধারণা দেয় এবং বিভিন্ন প্রযুক্তির ঘোষণাও দেয়। কিন্তু এবারে অন্যতম জায়ান্ট মাইক্রোসফট জানিয়েছে সবচেয়ে বড় দুঃসংবাদটি। এবারই তারা শেষবারের মতো সিইএসএ অংশ নিচ্ছে। আর এ বছর কোনো ঘোষণা তারা নাও দিতে পারে। এদিকে, আরেক জায়ান্ট অ্যাপল ২০০৯ সাল থেকে নিজেরাই অনুষ্ঠান করে পণ্যের ঘোষণা দেয়। তবে, আরো অনেক প্রতিষ্ঠানই এবারের মেলায় তাদের প্রযুক্তিপণ্য ঘোষণা দেবে। ২০১২ সালে বাজারে আসতে পারে এমন সম্ভাব্য ১৫ টি প্রযুক্তিপণ্য নিয়েই এবারের মেইনবোর্ড।

No comments: