ছয়জন বাংলাদেশি ও ১৮ জন বিদেশি ক্রিকেটারকে ‘এ’ ক্যাটাগরিতে রেখে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলামের জন্য খেলোয়াড়দের তালিকা ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশি ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটারদের ভিত্তিমূল্য অর্থাৎ নিলামের দর শুরু হবে ৪৫ হাজার ডলার থেকে, ‘বি’ ও ‘সি’ ক্যাটাগরির ক্ষেত্রে এটি ৩০ ও ২০ হাজার ডলার। বিদেশি ‘এ’ ক্রিকেটারদের ভিত্তিমূল্য ১ লাখ ডলার, ‘বি’ ও ‘সি’ যথাক্রমে ৫০ ও ২৫ হাজার ডলার। বাংলাদেশি ‘বি’ ক্যাটাগরিতে রাখা হয়েছে ১২ জনকে, ‘সি’ ক্যাটাগরিতে ৬৪ জনকে। বিদেশি ‘বি’ ক্যাটাগরিতে আছেন ৩০ জন, ‘সি’ ক্যাটাগরিতে ৪৭ জন।
ঢাকার একটি হোটেলে ক্রিকেটারদের নিলাম হবে ১৯ জানুয়ারি। ছয় দলের ছয় আইকন ক্রিকেটার থাকবেন নিলামের বাইরে। প্রতি দলের সবচেয়ে দামি ক্রিকেটারের চেয়ে ৫ শতাংশ অর্থ বেশি পাবেন আইকনরা। প্রতিটি দলকে সর্বনিম্ন ২০ লাখ ডলার খরচ করতেই হবে, সর্বোচ্চ খরচ করা যাবে ৫০ লাখ ডলার।
‘এ’ ক্যাটাগরিভুক্ত ১৮ বিদেশি ক্রিকেটার— ক্রিস গেইল, কাইরন পোলার্ড, ডোয়াইন ব্রাভো, মারলন স্যামুয়েলস, রামনরেশ সারওয়ান, কেমার রোচ, জেরোম টেলর, ম্যাট প্রায়র, আবদুল রাজ্জাক, স্কট স্টাইরিস, শোয়েব মালিক, চামিন্ডা ভাস, মুত্তিয়া মুরালিধরন, ডার্ক ন্যানেস, হার্শেল গিবস, অজন্তা মেন্ডিস, আজহার মাহমুদ ও শহীদ আফ্রিদি। বিদেশি ক্রিকেটারদের তালিকায় আজ-কালের মধ্যে ১৩-১৪ জন ভারতীয় ক্রিকেটার যোগ হতে পারেন বলে শোনা যাচ্ছে।
আগামী ১৬ জানুয়ারির মধ্যে দলগুলোর নাম ও লোগো বিসিবিতে জমা দেবে ছয় দলের মালিকপক্ষ। খেলা শুরু আগামী ৯ ফেব্রুয়ারি। প্রাথমিক পর্বে ছয় দল একে অন্যের সঙ্গে দুবার করে খেলবে, ফাইনাল ২৯ ফেব্রুয়ারি। ঢাকার পাশাপাশি খেলা হবে চট্টগ্রামেও।
আজ কক্সবাজারে বিপিএলের প্রচারণামূলক একটা কনসার্টও আয়োজন করা হয়েছে।
আইকন
মোহাম্মদ আশরাফুল (ঢাকা), তামিম ইকবাল (চট্টগ্রাম), মুশফিকুর রহিম (রাজশাহী), সাকিব আল হাসান (খুলনা), শাহরিয়ার নাফিস (বরিশাল), অলক কাপালি (সিলেট)।
ক্যাটাগরি ‘এ’
ভিত্তিমূল্য ৪৫ হাজার ডলার
মাহমুদউল্লাহ, আবদুর রাজ্জাক, নাসির হোসেন, জুনায়েদ সিদ্দিক, ইমরুল কায়েস, মাশরাফি বিন মুর্তজা
ক্যাটাগরি ‘বি’
ভিত্তিমূল্য ৩০ হাজার ডলার
নাজিমউদ্দিন, রকিবুল হাসান, ইলিয়াস সানি, সোহরাওয়ার্দী শুভ, রুবেল হোসেন, শফিউল ইসলাম, নাজমুল হোসেন, ফরহাদ রেজা, মোহাম্মদ মিঠুন, জহুরুল ইসলাম, শাহাদাত হোসেন, নাঈম ইসলাম।
ক্যাটাগরি ‘সি’
ভিত্তিমূল্য ২০ হাজার ডলার
তুষার ইমরান, নাদিফ চৌধুরী, নাজমুল হোসেন (মিলন), ফরহাদ হোসেন, সাব্বির রহমান, আসিফ আহমেদ, মাহমুদুল হাসান, রাজিন সালেহ, মেহরাব হোসেন জুনিয়র, মমিনুল হক, ফয়সাল হোসেন, আফতাব আহমেদ, সোহাগ গাজী, আরাফাত সানি, মোশাররফ হোসেন, নাজমুল হোসেন (অপু), নূর হোসেন, এনামুল হক জুনিয়র, রবিউল ইসলাম, মুক্তার আলী, সৈয়দ রাসেল, আল আমিন, মাহবুবুল আলম, ডলার মাহমুদ, মোহাম্মদ শরীফ, আরাফাত সালাউদ্দিন, জিয়াউর রহমান, ধীমান ঘোষ, শুভাগত হোম চৌধুরী, শামসুর রহমান, আলাউদ্দিন বাবু, আনামুল হক, রনি তালুকদার, নাফিস ইকবাল, অভিষেক মিত্র, সৌম্য সরকার, নাসিরউদ্দিন ফারুক, মাইশুকুর রহমান, ফজলে রাব্বি, মার্শাল আইয়ুব, আবুল বাশার, তাসামুল হক, তানভীর হায়দার, সাকলাইন সজীব, সানজামুল ইসলাম, শাকের আহমেদ, মুরাদ খান, সগীর হোসেন, কামরুল ইসলাম রাব্বি, দেলোয়ার হোসেন, তাপস বৈশ্য, শুভাশিস রায়, কাজি কামরুল, তাজিন আহমেদ, আবুল হাসান, জোবায়ের আহমেদ, এজাজ আহমেদ, ইমতিয়াজ হোসেন, মোহাম্মদ শাহজাদা, শাহিন হোসেন, আরিফুল হক, মাহবুবুল করিম, রেজাউল করিম ও আবু জায়েদ।
* প্রাথমিক তালিকা। পরে পরিবর্তন হতে পারে
By prothom-alo.com
No comments:
Post a Comment