Sunday, May 27, 2012

এবার আসছে সূর্য প্রদক্ষিণকারী মহাকাশযান!!


যুক্তরাজ্যে অবস্থিত প্যারিসভিত্তিক একটি মহাকাশবিষয়ক প্রতিষ্ঠান সূর্য প্রদক্ষিণকারী স্যাটেলাইট বা মহাকাশযান নির্মাণের উদ্যোগ নিয়েছে। নির্মাণের পর এ স্যাটেলাইট ২০১৭ সালে উৎক্ষেপণ করা হবে। সোলার অরবিটারটি বুধ গ্রহের কক্ষপথের ভেতর থেকে...

যুক্তরাজ্যে অবস্থিত প্যারিসভিত্তিক একটি মহাকাশবিষয়ক প্রতিষ্ঠান সূর্য প্রদক্ষিণকারী স্যাটেলাইট বা মহাকাশযান নির্মাণের উদ্যোগ নিয়েছে। নির্মাণের পর এ স্যাটেলাইট ২০১৭ সালে উৎক্ষেপণ করা হবে। সোলার অরবিটারটি বুধ গ্রহের কক্ষপথের ভেতর থেকে ছবি তুলবে এবং বিভিন্ন তথ্য পাঠাবে।

উৎক্ষেপণের পর সোলার অরবিটারটি নিজ থেকেই সৌরজগতের গভীরে প্রবেশ করবে। এটি সূর্যের ৪২ মিলিয়ন কিলোমিটারের কাছাকাছি পৌঁছে যাবে এবং এর জন্য মহাকাশযানটির শক্ত ঢালের প্রয়োজন হবে।
বিজ্ঞানীদের দাবি, সোলার অরবিটার (এসওএলও) নামের এই মহাকাশযান সূর্যের এতটা কাছে পৌঁছাতে পারবে, যা এখন পর্যন্ত আবিষ্কৃত অন্য কোনো মহাকাশযান বা স্যাটেলাইট পারেনি। স্যাটেলাইটটি নির্মাণে ইউরোপীয় স্পেস এজেন্সি অস্ট্রিয়াম ইউকের সঙ্গে ব্রিটিশ মুদ্রায় ২৪ কোটি ৫০ লাখ পাউন্ডের একটি চুক্তি করেছে।
প্যারিসভিত্তিক প্রতিষ্ঠান অস্ট্রিয়াম ইউকের এই চুক্তি অর্থের বিবেচনায় এখন পর্যন্ত যুক্তরাজ্যের ইতিহাসে স্যাটেলাইট নির্মাণসংক্রান্ত সবচেয়ে বড় চুক্তি। যুক্তরাজ্যের প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণের ৫০তম বার্ষিকীর দিনে এ চুক্তি হয়েছে। ১৯৬২ সালের ২৬ এপ্রিল এরিয়েল-১ নামে মহাকাশে প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ করে যুক্তরাজ্য।
অস্ট্রিয়াম ইউকের প্রধান বিজ্ঞানী র‌্যালফ করডে বলেন, ‘প্রখর সূর্যতাপ একটি বিরাট সমস্যা।
যদি অরবিটারটি সুরক্ষিত না হয়, তাহলে মহাকাশযানটির সামনের অংশ ৫০০ ডিগ্রির মতো গরম হয়ে যাবে, যা বিপর্যয় ডেকে আনবে। এ জন্য আমরা তাপ প্রতিরোধে মহাকাশযানটিতে পুরো ঢাল ব্যবহার করব।’
ইউনিভার্সিটি কলেজ লন্ডনের সৌর পদার্থবিজ্ঞানী লুইস গ্রিন বলেন, ‘কীভাবে সৌরঝড় তৈরি হয় এবং সৌরজগতের চারপাশে আয়নিত কণা ঘুরে বেড়ায় সোলার অরবিটার অভিযান সে সম্পর্কে আমাদের জানাবে।’

No comments: