Sunday, January 22, 2012

পদ্মা সেতুতে ঠিকাদার নিয়োগে দুর্নীতি হয়নি: দুদক

বহুমুখী পদ্মা সেতু প্রকল্পে ঠিকাদার নিয়োগে দুর্নীতির প্রমাণ পায়নি বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। খবর বাসস।
দুদকের সংশ্লিষ্ট সূত্র জানায়, পদ্মা সেতু প্রকল্পে ঠিকাদার নিয়োগে দুর্নীতির অভিযোগ তদন্ত শেষ হয়েছে। দুদকের উপপরিচালক মীর জয়নুল আবেদীন পদ্মা সেতু প্রকল্পে ঠিকাদার নিয়োগের ক্ষেত্রে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্ত করছেন। তিনি তদন্তের কাজ শেষ করেছেন। তদন্ত করতে গিয়ে তিনি বিশ্বব্যাংক, কানাডীয় কোম্পানি ও সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের সঙ্গে কথা বলেছেন।
এ ছাড়া পদ্মা সেতু প্রকল্পের উপদেষ্টা নিয়োগে দুর্নীতির অভিযোগ তদন্ত করছেন দুদকের সহকারী পরিচালক মির্জা জাহিদুল ইসলাম।
ঠিকাদার নিয়োগে দুর্নীতির অভিযোগ ওঠায় গত বছর বিশ্বব্যাংক পদ্মা সেতু প্রকল্পে ঋণ স্থগিতের ঘোষণা দেয়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গত বছরের ১০ অক্টোবর গণমাধ্যমের কাছে বিশ্বব্যাংকে ঋণ স্থগিতের এ তথ্য জানান।

No comments: