Thursday, February 2, 2012

ঢাকা গ্ল্যাডিয়েটর্সের নেতৃত্ব তুলে দেয়া হয়েছে মাশরাফি বিন মর্তুজার হাতে

আইকন খেলোয়াড় তামিম ইকবালের বদলে মাহমুদউল্লাহ রিয়াদকে অধিনায়ক করেছে চট্টগ্রাম কিংস। ঢাকা গ্ল্যাডিয়েটর্সও হাঁটলো তাদের পথেই। আইকন খেলোয়াড় মোহাম্মদ আশরাফুল নয়, বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম আসরে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের নেতৃত্ব তুলে দেয়া হয়েছে মাশরাফি বিন মর্তুজার হাতে।


৪৫ হাজার ডলারে জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফিকে দলে নিয়েছে গ্ল্যাডিয়েটর্স।


বুধবার ঢাকা গ্ল্যাডিয়েটর্সের পৃষ্ঠপোষক শিহাব চৌধুরী ও তিশাম চৌধুরী এই ঘোষণা দেন।

গত ২৪ জানুয়ারি প্রায় ৯ মাস পর প্রথম ম্যাচ খেলেন মাশরাফি। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে হাঁটুর অস্ত্রোপচার করান তিনি। তারপর মোহামেডানের বিপক্ষে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ম্যাচ দিয়ে মাঠে ফেরেন। বাংলাদেশের সেরা পেসার লিগে খেলছেন বাংলাদেশ বিমানের হয়ে।

মাশরাফি নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, “অনেক দিন পর মাঠে ফিরেছি। ধীরে- ধীরে গতি বাড়ছে, ছন্দ ফিরে পাচ্ছি। দিন-দিন উন্নতি করছি।”

“ব্যক্তিগতভাবে আমি মনে করি বিপিএল আমার জন্য একটা বিশাল মঞ্চ। চোট থেকে ফিরে আমি নিজেকে প্রমাণ করার বড় সুযোগ পেয়েছি। বিপিএলে ভালো খেলে আবার জাতীয় দলে ফিরতে চাই,” যোগ করেন তিনি।
 http://www.newsagency24.com/index.php?option=com_content&view=article&id=5821:2012-02-01-16-26-08&catid=31:cricket&Itemid=46

No comments: